৩২টি সেরা চিন্তাশীল স্মার্ট স্ট্যাটাস ও উক্তি

আজ এই পোস্টে আমি আপনাদের সাথে সেরা ৩২টি চিন্তাশীল স্ট্যাটাস শেয়ার করব। এগুলো পড়ে আপনি মহান ব্যাক্তিদের উক্তিগুলো জানতে পারবেন। এবং তারই সাথে সাথে আপনি এই চিন্তাশীল স্ট্যাটাসগুলো আপনার ফেসবুক WhatsApp একাউন্টে শেয়ার করতে পারবেন। যা আপনার সোসাইল মিডিয়ায় বন্ধুদের সামনে আপনার ব্যাক্তিত্বকে বড় করে তুলবে।


সেরা চিন্তাশীল স্ট্যাটাস



০১
চলে যাওয়া মানে প্রস্থান নয় - বিচ্ছেদ নয়
চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা
আর্দ্র রজনী চলে গেলে
আমারও অধিক কিছু থেকে যাবে
আমার না থাকা জুড়ে

★রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ★


বাংলা চিন্তাশীল স্ট্যাটাস


০২
আমি মাটিতে শরীরের গন্ধ পাই
অথচ শরীরে মাটির গন্ধ পাওয়ার কথা ছিল।


০৩
এই বিশ্বে স্থায়ী কিছুই না, এমনকি
আমাদের সমস্যাগুলোও না।

★চার্লি চ্যাপলিন★


০৪
ক্ষুদ্রকে লইয়া বৃহৎ
সীমাকে লইয়াই অসীম
প্রেমকে লইয়াই মুক্তি
প্রেমের আলো যখনই পাই তখনই
যেখানে চোখ মেলি সেখানেই দেখি
সীমার মধ্যে সীমা নাই।

★রবীন্দ্রনাথ ঠাকুর★


০৫
বোকা মানুষ গুলো হয়তো
অন্যকে বিরক্ত করতে জানে
কিন্তু কখনও কাউকে
ঠকাতে জানে না

★হুমায়ূন আহমেদ★


০৬
আমার অভিধানে “অসম্ভব” নামে কোন শব্দ নেই।

★নেপোলিয়ন বোনাপার্ট★


০৭
সবচেয়ে বেশি সত্য বলার শপথ নেওয়া হয় আদালতে
অথচ এই আদালতেই সবচেয়ে বেশি মিথ্যা বলা হয়ে থাকে।


০৮
দুঃখ গুলোকে অনেক বড় মনে হয়,
সুখ গুলোর চেয়ে।
কিন্তু একটি সফলতাকে অনেক বড় মনে হয়,
হাজার ব্যর্থতার চেয়ে।

★সুজন মজুমদার★


০৯
প্রত্যেকের বুকের নিভৃতে
কিছু দগ্ধ ক্ষত থাকে লুকানো
কিছু অসম্পূর্ণ নির্মাণ
ভাংগাচোরা গেরস্হালি ঘরদোর
প্রত্যেকের নিজস্ব কিছু নিদ্রাহীন রাত্রি থাকে
যাকে চিরদিন নষ্ট নোখের মতো রেখে দিতে হয়
কোমল অনিচ্ছার বাগানে যাকে
শুধু লুকিয়ে রাখাতেই সুখ
নিজের নিভৃতে রেখে
গোপনে পোড়াতেই একান্ত পাওয়া

★রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ★


১০
আকাশের দিকে তাকাও
আমরা একা নাই।
পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুসুলভ।
যারা স্বপ্ন দেখে এবং কাজ করে
শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠটা দেওয়ার জন্য
চক্রান্তে লিপ্ত এই বিশ্ব।

★এপিজে আব্দুল কালাম★


১১
প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ
কিন্তু বেদনা থাকে সারাটি জীবন

★রবীন্দ্রনাথ ঠাকুর★


১২
চিন্তার প্রতিফলন ঘটে স্বভাব বা প্রকৃতিতে।
যদি কেউ মন্দ অভিপ্রায় নিয়ে
কথা বলে বা কাজ করে
দুঃখ তাকে অনুগমন করে।
আর কেউ যদি
সুচিন্তা নিয়ে কথা বলে বা কাজ করে
সুখ তাকে ছায়ার মত অনুসরন করে।

★গৌতম বুদ্ধ★


১৩
আমাদের যেটা আছে
সেটা নিয়ে শুকরিয়া আদায় করি একবার
আর আমাদের যেটা নেই
সেটা নিয়ে আপসুস করি একশবার।


১৪
সাফল্যের মূলমন্ত্র হল যা আমরা ভয় পাই তার উপর নয়
বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা।

★ব্রায়ান ট্রেসি★


১৫
এতোটা নিশব্দে জেগে থাকা যায় না
তবু জেগে আছি
আরো কতো শব্দহীন হাঁটবে তুমি
আরো কতো নিভৃত চরণে
আমি কি কিছুই শুনবো না
আমি কি কিছুই জানবো না!

★রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ★


১৬
প্রতিদিন নতুন করে অবাক হতে হয়
নতুন রুপের পুরানো মানুষ দেখে
প্রতিদিন নতুন করে অবাক হতে হয়
পুরানো রুপের নতুন মানুষ দেখে।


১৭
জীবন খুঁজতে খুঁজতে
আমরা সবাই একদিন
মৃত্যুর কাছে পৌঁছে যাই
আর এটাই বোধ হয় জীবন।


১৮
ভীতু আর দূর্বল মানুষরা
পরাজয়কে সহজে মেনে নিতে পারে না।


১৯
তোর সব দুঃখগুলো
তোর সব বিষন্নতাগুলো
বুকে নিয়ে একা একা ফিরে যাবো
উদাসিন পাখি।
এই চোখ, এই স্মৃতি,
এই ত্বক, মাংস, হাড়
ব্যথার আগুনে পুড়ে ছাই হবে
ভষ্ম হবে, তবু তোর পরাজিত স্বপ্নে
আমি কোনো দিন আসবো না আর।
কোনদিন আসবো না আর আমি
এই বিষন্ন পৃথিবী নিয়ে
একা একা ফিরে যাবো গভীর নেশায়
কোনদিন আসবো না আর
কোনদিন আসবো না আর।

★রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ★


২০
হাসি সবসময় সুখের কারণ বুঝায় না
মাঝে মাঝে এটা ও বুঝায়
যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন

★হুমায়ূন আহমেদ★


২১
আত্নসম্মানবোধ রক্ষার্তে যদি অহংকার প্রদর্শন করতে হয়
তাহলে সেটা দোষের কিছু না
কারণ সেই অহংকার আপনার পতন ডেকে আনবে না
বরং আপনার ব্যাক্তিত্ব বাড়িয়ে দিবে।


২২
স্মৃতিরা সুইচ অন ছাড়াই চারপাশে ফ্যান এর মত ঘুরঘুর করে। সুইচ অফ করার সিষ্টেমও নাই!!


২৩
সবাই তোমাকে কষ্ট দিবে
তোমাকে শুধু এমন একজন কে খুঁজে নিতে হবে
যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে

★হুমায়ূন আহমেদ★


২৪
মন খুলে হাসতে গিয়ে দেখি
মন তালা দেয়া আর চাবি গায়েব।


২৫
যারা ভাগ্য বিশ্বাস করে না
তারা ভাগ্যকে মনে করে ব্যর্থতা,
ঢাকার সহজ পথ
আর যারা বিশ্বাস করে
তারা ভাগ্যকে তাদের সফলতার
প্রধান কারণ হিসাবে গণ্য করে।


২৬
বিদেশে যারা থাকে
তাদের হাঁটার সময় নাই
কারণ তারা সবসময়
দৌড়ের উপর থাকে।


২৭
দেশকে যখন তখন মিস করা শুরু করি
তাই ঠিক করেছি দেশকে মিস করার একটা সময়সূচি
ক্যালেন্ডার বানিয়ে দেয়ালে নামাজেরসময়সূচি
ক্যালেন্ডারের পাশে ঝুলিয়ে রাখব।


২৮
পাগলকে খুশি করার সবচেয়ে সহজ উপায় হলো
তার কথা মনযোগ দিয়ে শুনা
আর ভাব দেখানো তার সব কথা বুঝেছি।
কিন্তু কোনো উত্তর না দেওয়া।


২৯
মানুষের জীবন হলো একটি ফুল,
আর ভালোবাসা হলো মধুস্বরুপ।

★ভিক্টর হিগো★


৩০
জীবনকে ঘৃণা করোনা
ভালোবাসতে শিখো।
ভালোবাসা দিয়ে এবং
ভালোবাসা পেয়ে
তোমার জীবন স্বর্গীয় সুষমায়
উদ্ভাসিত করে তুলো।

★মিলটন★


৩১
যারা বিশ্বাস করতে জানে
তারা ধৈর্য্য রাখতেও জানে
ঈশ্বর সর্বদা ধৈর্য্যশীলদের সঙ্গ দেন


৩২
প্রতিটি মানুষ হাসতে চায়
কান্না ছাড়া,
কিন্তু রামধনু কি দেখা যায়
দু-ফোঁটা বৃষ্টি ছাড়া।


আশা করি এই চিন্তাশীল স্ট্যাটাসগুলো আপনার পছন্দ হয়েছে। যদি আপনার অন্য কোনো স্ট্যাটাস লাগে কমেন্ট করে বলেন। অবশ্যই পরবর্তীতে তেমন কোনো স্ট্যাটাস নিয়ে আশা হবে।

Post a Comment

Previous Post Next Post