৮০+ সেরা শুভ সকাল শুভেচ্ছা বার্তা | শুভ সকাল কবিতা, স্ট্যাটাস ও ছবি

পূর্বে যেখানে সকালে আমাদের চোখ খুলতো মুরগির ডাকে, সেখানে এই আধুনিক যুগে এসে আমাদের ঘুম ভাঙে ঘরির এলার্মে কিংবা মোবাইলের নোটিফিকেশনে। তাহলে যখন সকালে ঘুম থেকে উঠার পদ্ধতিতে আধুনিকতার ছুঁয়া লেগেছে সেখানে সকালে আমাদের প্রিয়জনকে শুভ সকাল শুভেচ্ছা বার্তা পাঠানোতে কেন নয়।


বর্তমানে সকলেই কাজের জন্য তার আত্মীয়-স্বজন থেকে দূরে থাকায় সকালের শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য ফেসবুক, ওয়াটস্এ্যাপ কিংবা এসএমএস এর ব্যবহার করেন। এই কোথা মাথায় রেখে আমরা আপনাদের জন্য ৮০ টি সেরা শুভ সকালের সুন্দর ছবি ও কবিতা নিয়ে এসেছি। এই সুপ্রভাতের শুভেচ্ছা বার্তা গুলো প্রিয়জনদের পাঠিয়ে তাদেরকে একটি সুন্দর এবং খুশিতে ভরা দিনের শুভেচ্ছা জানাতে পারবেন।


আরও দেখুনঃ জন্মদিনের শুভেচ্ছা বার্তা


শুভ সকাল শুভেচ্ছা বার্তা Good Morning SMS Bangla



০১
আকাশের জন্য নীলিমা
চাঁদের জন্য পূর্নিমা
পাহাড়ের জন্য ঝর্না
নদীর জন্য মোহনা
আর তোমাদের জন্য রইলো “শুভ কামনা”
Good Morning 😇


Good Morning Wish
শুভ সকাল


০২
সারা রাত সপ্ন দেখে
কত ছবি মন আকেঁ
এমন সময় স্বপ্নের রাজা
আমায় বলে দিল টাটা
মা এসে দিল ডাকি
খুলতে হলো দুটি আখিঁ
জেগে দেখি নাই রাত
তাই বলি শুপ্রভাত


০৩
আলাে সূর্যের হােক
কিংবা আশার
দুটোই জীবনের অন্ধকারমুছে ফেলে
শুভ সকাল


০৪
ভোরের প্রথম সোনালী আলো
স্বপ্ন নতুন জাগিয়ে গেলো
শিশির ভেজা ঘাসের পাতায়
তোমার হাতের আলতো ছোয়ায়
ফুটলো সকাল কাটলো রাত
তাই মিস্টি মুখে জানাই তোমায়
সুপ্রভাত... সুপ্রভাত... সুপ্রভাত...


০৫
শিশির ভেজা দূর্বা ঘাসে
শিশির কণা বলছে হেঁসে
বিদায় নিয়েছে হিমেল রাত
জানাই তোমায় সুপ্রভাত।


০৬
বৃষ্টির মাঝে সকাল সাজে
মেঘের শব্দ কানেতে বাজে
তোমার স্রিতি বুকের মাঝে
মনের ভিতর ঘন্টা বাজে
তাই জীবন কাটাবো প্রেমহীন
ভবিষ্যৎ হবে রংগিন
আবার এল সেই বৃষ্টির দিন
সাবাইকে জানাই গুড মর্নিং।


০৭
একটি নতুন সকাল তোমাকে
নতুন কিছু দেওয়ার ক্ষমতা রাখে।
যদি তুমি সেই সকালটাকে তার
মর্যাদা দিয়ে বরণ করতে পারো।
শুভ সকাল


০৮
আজকের এই নতুন দিনটিকে
মুখে হাসি নিয়ে স্বাগত জানাও,
এগিয়ে চলো নিজের স্বপ্ন পূরণের রাস্তায়।
শুভ সকাল


০৯
প্রতিটি মানুষ হাসতে চায়
কান্না ছাড়া,
কিন্তু রামধনু কি দেখা যায়
দু-ফোঁটা বৃষ্টি ছাড়া…
শুভ সকাল


১০
গাছে গাছে ডাকছে পাখি,
সূর্য মামা দিলো উঁকি।
হিমেল হাওয়া বলে গেলো,
নতুন দিন শুরু হলো।
জেগে উঠো তাড়াতাড়ি,
SMS গেছে তোমার বাড়ি।
শুভ সকাল
শুভ সকাল


১১
দিনটা সবার ভালো কাটুক
আগামীর সপ্নগুলো পুরণ হোক
সবার জীবনে শান্তি ফিরে আসুক
শুভ সকাল🍮


১২
শুভ সকাল বলাটা
কেবল একটা সৌজন্য নয়
কিংবা মেসেজ ফ্রি আছে বলে নয়
এটা একটা সুন্দর রীতি
যাতে বলা হয় ল
আমি তোমাকে দিনের প্রথম মিনিটে মনে করছি
শুভ সকাল😍


১৩
সকাল বেলার সোনালী আঁলো,
আজ মনটা অনেক ভালো,
কিচির মিচির ডাকছে পাখিঁ,
খুলে দেখো দুটি আঁখি,
শুভ হোক আজকের দিন,
জানাই তোমায় Good Morning 😇


১৪
ঘুম ঘুম রাত শেষে,
সূর্য আবার উঠলো হেসে।
ফুটলো আবার ভোরের আলো,
দিনটা সবার কাটুক ভালো।
শুরু হল নতুন দিন,
জানাই এইবার "Good Morning"


১৫
সূর্য মামা উকি দিলো।
পাখিরা সব উড়াল দিলো।
শহরে গাড়ির হর্ণের আওয়াজ বেড়ে গেলো।
আমার ঘুমটি ভেঙ্গে গেলো।
তোমাদের জানাযই শুভ সকাল


১৬
ভোরের আলোয় স্নিগ্ধ হয়ে পাখিরা গাইছে গান,
ঘুমিয়ে পড়া ফুল গুলো পেলো নবপ্রান।
সকাল হলো পেরিয়ে একটি দীর্ঘতম রাত,
ভালো কাটুক দিন টা তোমার জানাই সুপ্রভাত।


১৭
শীতের সকালে,
কুয়াশার চাদরে ঢাকা সূর্যের আলোতে।
যদি ঘুম ভাঙে তোমার,
মনে করবে প্রথম গুড মর্নিং
উইশটা ছিল শুধু আমার।
শুভ সকাল


১৮
ভোরের প্রথম সোনালি আলো,
স্বপ্ন গুলো জাগিয়ে গেল।
শিশির ভেজা ঘাসের পাতায়,
তোমার হাতের আলতো ছোঁয়ায়।
ফুটলো সকাল কাটলো রাত,
তোমাকে জানাই শুপ্রভাত।


১৯
গান শোনাল ভোরের পাখি
এখনও কেউ ঘুমাও নাকি?
আমি তোমায় কত ডাকি
এবার একটু খোল আঁখি
কেটে গেল রাত্রি কাল
তোমায় জানাই শুভ সকাল।


২০
মিষ্টি মিষ্টি আজকের সকাল,
উষ্ণ আকাশ মৃদু মৃদু বইছে বাতাস।
দু চোখ খুলেছি শুধু তোমার টানে।
আমায় রেখো তোমার মনের একটি কোনে।
ভাল কাটুক তোমার আজকের সারাটা দিন,
তোমায় জানাই Good Morning


শুভ সকাল প্রিয়তমা

আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষগুলোর মধ্যে একজন হলো আমাদের ভালোবাসার মানুষ। যার সুখে আমরা নিজেকে সুখী, যার দুঃখে নিজেকে দুঃখি মনে করি। তাই তার সকলাটা যেন একটা ভালো অনুভূতির সাথে শুরু হয় সেজন্য আমরা তাকে সুন্দর সুন্দর বাক্যের সাহায্যে তাকে সম্ভারদনা জানাতে পারি।


আর আপনার এই কাজকে সহজ করতে এখানে আমি আপনাদের জন্য কিছু সেরা ভালোবাসার শুভ সকাল মেসেজ এবং কবিতা শেয়ার করব। যা আপনি SMS, Facebook কিংবা WhatsApp এর মাধ্যমে আপনার প্রিয়তমার কাছে পাঠাতে পারেন। তাহলে চলুন শুভ সকাল প্রিয়তমা মেসেজ শুরু করা যাক।

২১
কিছু নুতুন স্বপ্ন, কিছু নুতুন আশা
কিছু ভালোবাসা, কিছু চাওয়া
কিছু ভালোলাগা নিয়ে তোমাকে বলছি
শুভ সকাল।


২২
ঘুম ভাঙ্গার সাথে সাথেই
কেন জানিনা তোমার
কথা মনে পরে,
আচ্ছা তোমারও কি
এমন হয়?
শুভ সকাল


২৩
জীবন সাজাও স্বপ্ন দিয়ে
মন সাজাও মন দিয়ে
রাত সাজাও চাঁদ ও অনেক তারা দিয়ে
সকাল সাজাও গুড মর্নিং বলে
হ্যাপি গুড ডে টু ইউ।


২৪
স্বপ্ন দেখার প্রহর শেষে
ফিরল পরি ঘুমের দেশে
কাল মেঘের আড়াল থেকে সুর্য দিল দেখা
তাকিয়ে দেখ ভোরের আলোয় নতুন স্বপ্ন লেখা
শুপ্রভাত 💘


২৫
তাকিয়ে দেখ পুব আকাশে সুর্য মামা হাসে।
সোনার শিশির লেগে আছে স্নিগ্ধ ঘাসে ঘাসে।
দরজা খোল সকাল হলো ফুরিয়ে গেছে রাত।
তোমার দুয়ারে দাড়িয়ে আছি
জানাতে তোমায় সুপ্রভাত।


২৬
রাতের আধার পালিয়ে গেল সূর্য মামার ভয়ে।
পাখি গুলো গান গাইল তুমি উঠবে বলে।
আকাশ ভরা রুপালি আলো।
আজকের সকাল টা তোমার কাটুক ভাল।
শুভ সকাল 💝


২৭
ফুল হয়ে যদি থাক আমার বাগানে,
যতন করে রাখব তোমায়
আমার মনের ঘরে।
ফুলদানিতে সাজিয়ে তোমায় রাখব চিরকাল,
রোজ সকালে বলব আমি তোমায় শুভ সকাল।


২৮
দিনের শুরুতে বুক ভরা
ভালোবাসা নিও,
অন্তরের অনন্ত প্রেম নিও,
বিনিময়ে এই পাগলটাকে
সারাদিন একটু ভালোবাসা দিও।
•• শুভ সকাল ••


২৯
প্রতিদিন সকালে উঠেই,
চোখের সামনে তোমার
ছবি ভেসে ওঠে।
আর প্রতিদিন নতুন করে
তোমার প্রেমে পরি।
❦~শুভ সকাল~❦


৩০
হালকা সালকা মেঘলা আকাশ,
মৃদু মৃদু বইছে বাতাস।
চোখ খুলেছি তোমার টানে,
আমায় রেখো তোমার মনে।
কাটুক একটা ভাল দিন,
তোমায় জানাই গুড মর্নিং।


৩১
তোমার জন্য জোস্না রাত,
রূপালী চাঁদ,
তোমার জন্য তারার মেলা,
মিষ্টি সকাল বেলা।
💞 শুভ সকাল 💞


৩২
কোন এক সাগরের পাশে
অথবা সবুজ কোন সুন্দর দ্বিপে
তোমার কাঁধে মাথা রেখে
জেগে উঠতে চাই,
আর বলতে চাই
সুপ্রভাত প্রিয়তমা 💌


৩৩
পৃথিবীর সব থেকে সুন্দর
জিনিষ কি জানতে চাও?
বিছানা থেকে উঠে
আয়নায় নিজের মুখটা
দেখো উত্তর পেয়ে যাবে।
❦~শুভ সকাল~❦


৩৪
প্রতিদিন ঘুম ভেঙ্গে
ভাবি একদিন তোমার
পাশে জেগে উঠবো
তোমার মুখটা দেখবো
প্রথম চোখ খুলে।


৩৫
সুখের জন্য “স্বপ্ন”
দুখের জন্য “হাসি”
দিনের জন্য “আলো”
চাঁদের জন্য “নিশি”
মনের জন্য “আশা”
তোমার জন্য রহিল আমার “ভালোবাসা”
💞 শুভ সকাল 💞


শুভ সকাল রোমান্টিক মেসেজ

আমাদের সকালই আমাদের বলে দেয়, আজকে আমাদের দিনটা কেমন কাটবে। তাই আমাদের ভালোবাসার মানুষের দিনটা যেন মুখে হাসি নিয়ে শুরু হয় সেজন্য আপনি তাদেরকে শুভ সকাল রোমান্টিক মেসেজ পাটান।


৩৬
সূর্যটাকে খুব হিংসে হয়,
প্রতিদিন সকালে সে
তোমার মুখটা আমার
থেকে আগে দেখে বলে।
শুভ সকাল 💘


৩৭
ভোরের বেলার সোনালী আঁলো
আজ মনটা অনেক ভালো
কিচির মিচির ডাকছে পাখিঁ
খুলে দেখো দুটি আঁখি
শুভ হোক আজকের দিন
জানাই শুভ ‍হোক তোমার প্রতিটি দিন 💖


৩৮
আসব রাতে স্বপ্ন হয়ে
থাকব আমি কাছে
চোঁখ খুলতেই চলে যাব
ভোরের আলোর দেশে
দিয়ে যাব কিছু স্মৃতি আজ এই সকালে এসে
শুভ সকাল জানাই তোমায় ভালোবাসার সাথে।


৩৯
কারো জন্যে পৃথিবীর সব
থেকে সুন্দর মুহূর্ত হলো
তার ভালোবাসার মানুষের
পাশে জেগে ওঠা
একদিন আমরা একসাথে
ঘুম থেকে উঠবো
সেই দিনের অপেক্ষায়
শুভ সকাল শুভেচ্ছা জানাই।


৪০
💞 শুভ সকাল 💞
আমার ভালোবাসার সকালটি
তোমায় উপহার দিলাম।
জেগে ওঠো আর আমার
ভালোবাসা গ্রহণ করো।


৪১
প্রিয়তমা,
তুমি আমার জীবনের আলো।
তুমি আমার প্রতিটিদিন
আলোকিত করো।
তোমায় শোনাই
এই শুভ সকালে শুভেচ্ছা বানী,
তুমি আমার প্রেমের ফুল,
তুমি আমার রাণী।


৪২
শুভ সকাল
তোমার প্রতিটি দিন আনন্দ,
ভালোবাসা, আদর, যত্নে
ভরিয়ে দিতে চাই।
যতদিন বেচে থাকি
তোমার সাথে সারাজীবন
সূর্যোদয় দেখতে চাই।


৪৩
তুমি হয়তো এখনো
ঘুমের কোলে
ঠিক এমন সময় তোমার
চুলে হাত রেখে
তোমার কপালে আলতু
করে চুমু দিয়ে, বলতে চাই
💗 শুভ সকাল 💗


৪৪
পৃথিবীর সব অক্সিজেন ফুরিয়ে
গেলেও আমি বেচে থাকবো
কারণ তুমিই আমার আলো
তুমিই আমার বাতাস।
সুপ্রভাত 🌹


৪৫
গোলাপ ফুলের মত ফুটে
ওঠো প্রতি সকালে
শুধু আমার ভুবন রাঙাতে।
ধন্যবাদ আমার সুখের
কারণ হবার জন্যে।
Good Morning


৪৬
রাতে জোসনা, দিনে আলো
কেন তোমায় লাগে ভালো?
গোলাপ লাল, কোকিল কালো
সবার চাইতে তুমি ভালো।
আকাশ নীল, মেঘ সাদা
সবার চাইতে তুমি আলাদা।
শুভ সকাল 💘


৪৭
কেয়া হয়ে যদি থাক আমার বাগানে।
যত্ন করে রাখব তোমায় আমারি মনে।
ফুল দানিতে সাজিয়ে তোমায় রাখব চিরকাল।
রোজ সকালে বলব তোমায়
শুভ সকাল 💞


৪৮
আজ টিপ-টিপ কুয়াশা সারা সকাল পড়ছে
হিম-হিম শীতে শরীরটা কাপছে।
রিমঝিম হৃদয়টা উদাস কেন হচ্ছে।
কুয়াশা ভেজা মনটা তোমাকে গুড মর্নিং বলছে।
Good Morning 🌹


৪৯
শুনে যাও ভোরের পাখি
একটা কথা বলে রাখি
আছে এক বন্ধু আমার
মনে পড়ে সকাল বিকাল
কিভাবে যে কাটল রাত
জানাই তাকে সুপ্রভাত 💝


৫০
সুন্দর এই সকাল, পাখিদের সাথে
এক রাশ সুখের আলো নিয়ে পাঠালাম তোমার জানালার কাছে
আর প্রজাপতির ডানায় লিখে দিলাম
শুভ সকাল 💘


৫১
আমি কল্পনায় ভাসি তুমি ভালোবাসো বলে
আমি সুখের মাঝে হারাই তুমি ভালোবাসো বলে
আমার সকাল শুভ হয় তুমি ভালোবাসো বলে
তাইতো তোমায় আমি জানাই শুভ সকাল 💌


৫২
মায়াবী একটা সকাল,
মিষ্টি একটা সূর্য
বিশাল একটা আকাশ,
এলোমেলো বাতাস
সবুজ সবুজ ঘাস,
অপরূপ পাখির ডাক
সুন্দর একটা দিন,
তোমাকে জানাই গুড মর্নিং।


৫৩
নীল আকাশের মেঘের ভেলায়
দীঘির জলে ফুলের মেলায়
সবুজ ঘাসের শিশির কণায়
প্রজাপতির রঙিন ডানায়
একটা কথা তোমায় জানাই
•• শুভ সকাল ••


৫৪
নিশি যখন ভাের হবে
তারা গুলাে নিভে যাবে
সামনে আসবে নতুন একটা দিন
দিন টা হােক অমলিন
শুভ হােক তােমার প্রতিদিন
জানাই তোমায় Good Morning


৫৫
একটু খানি শোন্,
একটু আমায় জানো।
একটু সময় দিও,
একটু খবর নিও।
একটু যখন একা,
একটু দিও দেখা।
একটু নিও খোঁজ,
বলব তোমায় রোজ।
•• শুভ সকাল ••


সেরা শুভ সকাল মেসেজ

আমাদের দিনের শুরুটা যদি ভালো হয় তবে আমাদের সারাটা দিনই ভালো কাটে। যেকোনো রকম বিপদের মোকাবিলা করতে পারি। একারণেই আমাদের দিনের শুরুটা ভালো হওয়া অত্যান্ত জরুরি। শুধু আমাদের নিজের নয় আমাদের আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবের দিনটাও যেন ভালো কাটে সেজন্য আমরা তাদেরকে সকাল বেলা সুন্দর মেসেজের সাহায্যে wish করতে পারি।

কি ভাবছেন? আপনি শুভ সকাল মেসেজ কোথায় পাবেন? আপনার এই সমস্যার সমাধানই হলো আজকের এই পোস্ট। এখানে আপনি সেরা শুভ সকাল মেসেজ পেয়ে যাবেন। যা আপনি আপনার কাছের মানুষের কাছে পাঠিয়ে তার দিনটি খুশি ও আনন্দে ভরে তুলতে পারেন।


৫৬
সারা রাত সপ্ন দেখে
কত ছবি মন আকেঁ
এমন সময় সপ্নের রাজা
আমায় বলে দিলো টাটা
মা এসে দিল ডাকি
খুলতে হলো দুটি আখিঁ
জেগে দেখি নাই রাত
তাই সকলকে জানাই
সুপ্রভাত।


৫৭
নিশি যখন ভোর হবে
সুখ তাঁরা গুলো নিভে যাবে।
আসবে একটা নতুন দিন।
দিনটা হোক অমলিন।
শুভ হোক তোমার প্রতিদিন।
শুভ সকাল।


৫৮
স্বপ্ন ঘেরা একটা রাত শেষ হয়ে গেল
সূর্য মামার আগমনে ভোর যে হলো
কোকিলের কুহু ডাকে ঘুম যে ভাঙ্গল
আমার এই এস এম এস তোমায় শুভ সকাল বলল।
★★ শুভ সকাল ★★


৫৯
রাতের বুকে মাথা রেখে,
চাঁদ ঘুমায় মনের সুখে।
স্বপ্নের কোল ছেড়ে বন্ধু,
ভোরে উঠো হাঁসি মুখে।
•• শুভ সকাল ••


৬০
জেগেছে পাখি গাইবে গান,
নতুন দিনের আহ্বান । জেগেছে সুর্য দিবে আলো,
দিনটা তোমার কাটুক ভালো।
জেগেছে মাঝি তুলবে পাল,
সবাইকে জানাই শুভ সকাল


৬১
পূব আকাশে হাঁসলো রবি,
ফুটলো নতুন আলো।
কোকিল ডাকে কুহূ কুহূ,
ঘুমের নেশা ছাড়ো।
স্নিগ্ধ ভোরো বিদায় নিলো রাত,
SMS-এ জানিয়ে দিলাম
মিষ্টি সুপ্রভাত।


৬২
জীবন মানেই ছুটতে হবে
থামা মানে শেষ।
দু’দিনের এই ভবে থেকে
কেন হিংসা দ্বেষ।
জীবন থাকুক ভালবাসায়
বন্ধু থাকুক সাথে।
শুভ কামনা জানিয়ে গেলাম
এই সুপ্রভাতে।


৬৩
নতুন দিন শুরু হল,
মনটা আমার ভালো হলো।
সূর্য মামা উঁকি দিল,
পাখিরা সব উড়ে গেল।
মা আমাকে বকা দিল,
তাইতো আমার ঘুম ভাংলো ।
•• শুভ সকাল ••


৬৪
মেঘলা আকাশ শীতল বাতাস,
মেঘে ঢাকা মন।
সবাই কে জানাই বৃষ্টি ভেজা,
সকালের অভিনন্দন
★★ শুভ সকাল ★★


৬৫
নীল আকাশের মেঘের ভেলায়
দিঘির জলে ফুলের মেলায়।
সবুজ ঘাসের শিশির কনায়
প্রজাপতির রঙিন ডানায়
একটা কথা তোমায় জানাই।
সুপ্রভাত 💌


৬৬
সকাল বেলার পাখি আমি
ফুলের বাগানে থাকি।
ঘুম থেকে জাগিয়ে দিতে
মিষ্টি শুরে ডাকি।
ভালো থেকো সারা দিন
তোমাকে জানাই Good Morning


৬৭
চাঁদের আলো ফুরিয়ে এলো
তারা গুলো সব হারিয়ে গেলো
সূর্য মামা উঠলো হেঁসে
তারিয়ে দিয়ে রাত
ভালোবেসে বন্ধু তোমায় জানাই
•• সুপ্রভাত ••


৬৮
ভোর হল দোর খুল খুকুমনি ওঠরে,
ওই ডাকে জুঁই সাকে ফুলখুকি ছুটরে।
আলসে নয় সে ওঠে রোজ সকালে,
রোজ তাই চাঁদ ভাই টিপ দেয় কপালে


৬৯
শুভ সকাল
মহান সৃষ্টিকর্তা তোমাকে
ভালো রাখুক।
সকল অশুভ শক্তি
থেকে তোমাকে মুক্ত রাখুক।
দিনটা ভালো কাটুক।
Good Morning


৭০
সকাল মানে ঘুম চোখে একটু জেগে ওঠা
সকাল মানে ভরের আলোয় নতুন গোলাপ ফোঁটা
সকাল মানে নতুন আশায় বাড়িয়ে দেয়া হাত
আজ সকালে তোমায় জানাই নতুন সুপ্রভাত।


৭১
বৃষ্টির মাঝে সকাল সাজে
মেঘের শব্দ কানেতে বাজে।
তোমার স্মৃতি বুকের মাঝে
মনের ভিতর ঘন্টা বাজে।
তাই জীবন কাটাবো প্রেমহীন
ভবিষ্যৎ হবে রংগিন।
আবার এল সেই বৃষ্টির দিন
সাবাইকে জানাই Good Morning


৭২
সকাল বেলা ঘুম ভাঙাল
একটি পাখি এসে
শুভ সকাল বলল আমায়
মিষ্টি করে হেসে।
আমিতো আর পাখি নয়
বলব উড়ে উড়ে
বলছি তাই শুভ সকাল
এস এম এস করে।
শুভ সকাল 💐


৭৩
অপরূপ এই শিশির ভোরে
সবাই আছে অনেক দূরে।
কোকিল ডাকে কুহু কুহু
মনটা করে উহু উহু।
নয়তো দুপুর, নয়তো বিকাল
সবাইকে জানাই শুভ সকাল।


৭৪
শিশিরের ছোয়ায় ফুটেছে ফুল
তাই দেখে প্রজাপতি হয়েছে ব্যাকুল।
কিচির মিচির করে ডাকছে পাখি
বন্ধু তুমি এবার খোল দুটি আঁখি।
শুভ সকাল 🌞


৭৫
ঘুম ঘুম রাত শেষে
সূর্য আবার উঠলো হেসে।
ফুটলো আবার ভোরের আলো
দিনটা সবার কাটুক ভালো।
শুরু হলো নতুন দিন
সবাইকে জানাই Good Morning


৭৬
সূর্য মামার কিরণে 
আঁধার গেল পালিয়ে।
ভোরের শিশির ফোটায়
ফুল উঠল জেগে।
ওঠো তুমি মেল আঁখি
সকাল তোমার নিকটবর্তী।
অতীতকে পিছনে ফেলে সাজাও তোমার সকাল খানি।
শুভ সকাল


৭৭
সূর্যের আলো ঘুম ভাঙাল
ভোরের পাখি গান শুনাল
দূর আকাশের ঝাপসা আলো
কানে কানে বলে গেল
সকাল যে হয়ে এলো
তোমরা সবাই আছো ভালো?


৭৮
হালকা সালকা মেঘলা আকাশ
মৃদু মৃদু বইছে বাতাস।
চোখ খুলেছি তোমার টানে
আমায় রেখো তোমার মনে।
কাটুক একটা ভালো দিন
তোমায় জানাই Good Morning


৭৯
গান শোনাল ভোরের পাখি
এখনও কেউ ঘুমাও নাকি?
আমি তোমায় কত ডাকি
এবার একটু খোল আঁখি।
কেটে গেল রাত্রি কাল
তোমায় জানাই শুভ সকাল


৮০
সকাল মানে মিষ্টি সূর্য রোদের আনাগোনা
সকাল মানে নীল আকাশে পাখির গান শোনা
সকাল মানে জীবন থেকে একটি দিন কমা
সকাল মানে জীবন পথে এগিয়ে চলার তীব্র বাসনা
★★ শুভ সকাল ★★


শেষ কথা

আমাদের আজকের ৮০+ সেরা শুভ সকাল শুভেচ্ছা বার্তা পোস্টটিতে ভিজিট করার জন্য ধন্যবাদ। আসা করছি ওপরের শুভ সকাল এর ছবি এবং শুভ সকালের শুভেচ্ছা বার্তা গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ জানাতে ভুলবেন না। আর যদি কোনো সাজেশন থাকে তবে অবশ্যই জানাবেন।

Post a Comment

Previous Post Next Post